আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবী/আপত্তি দাখিল ও নিষ্পত্তি এবং খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্তকরণের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নিম্নবর্নিত সময়সূচি নির্ধারণ করিয়া ৭৫ কুষ্টিয়া-১, ৭৬ কুষ্টিয়া-২, ৭৭ কুষ্টিয়া-৩ এবং ৭৮ কুষ্টিয়া-৪ সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা সর্বসাধারণের অবগতির জন্য এতদ্সঙ্গে প্রকাশ করিতেছিঃ-
(ক) খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ |
: |
১৬ আগস্ট ২০২৩ |
(খ) খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবী/আপত্তি গ্রহণের শেষ তারিখ |
: |
৩১ আগস্ট ২০২৩ |
(গ) প্রাপ্ত দাবী/আপত্তির নিষ্পত্তির শেষ তারিখ |
: |
১১ সেপ্টেম্বর ২০২৩ |
(ঘ) খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্তকরণ |
: |
১৭ সেপ্টেম্বর ২০২৩ |
২। প্রকাশিত খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর কোন ধরণের দাবী/আপত্তি থাকিলে আগামী ৩১ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, কুষ্টিয়া অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আবেদন দাখিল করিতে হইবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস