Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষ্যে টেকনিক্যাল এক্সপার্ট/সাপোর্ট, প্রুফ রিডার, টিম লিডার, ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি হেলপার পদে প্যানেল প্রস্তুত ও নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি
বিস্তারিত


ক্র. নং

পদের নাম

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা

মন্তব্য

১.


টেকনিক্যাল এক্সপার্ট বা সার্পোট

 স্নাতক/সমমানের পরীক্ষায় পাশসহ কম্পিউটারের হার্ডওয়ার, সফট্‌ওয়ার ও নেটওয়ার্ক সংক্রান্ত প্রশিক্ষণ প্রাপ্ত  অথবা কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে           


ভোটার তালিকা কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

২.

টিম লিডার

এইচ.এস.সি পাশসহ কমপক্ষে০৬ মাস মেয়াদের কম্পিউটার প্রশিক্ষণ সনদপ্রাপ্ত হতে হবে

৩.

প্রুফ রিডার

এইচ.এস.সি পাশসহ কমপক্ষে ০৩ মাস মেয়াদের MS Wordসহ কম্পিউটার প্রশিক্ষণ সনদপ্রাপ্ত হতে হবে

৪.

ডাটা এন্ট্রি অপারেটর

এইচ.এস.সি পাশসহ কমপক্ষে ০৩ মাস মেয়াদের MS Wordসহ কম্পিউটার প্রশিক্ষণ সনদপ্রাপ্ত হতে হবে

৫.

ডাটা  এন্ট্রি হেলপার

এসএসসি পাশসহ কম্পিউটার ও ইলেকট্রিক বিষয়ে ধারনা থাকতে হবে

 

শর্তাবলীঃ

১।  প্রার্থীকে কুষ্টিয়া জেলার নাগরিক/বাসিন্দা হতে হবে।

২। জেলা নির্বাচন অফিসার, কুষ্টিয়া বরাবর আবেদন করতে হবে।

৩।  আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামী/স্ত্রীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পনম্বর, ই-মেইল এড্রেস, মোবাইল নম্বর ও অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি উল্লেখ পূর্বক ২কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষা সনদ, কম্পিউটার প্রশিক্ষণ সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্বের সনদ, অভিজ্ঞতার সনদ/প্রত্যয়নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

৪।   যে পদের জন্য আবেদন করা হয়েছে খামের উপর প্রার্থীত পদের নাম স্পষ্টাকারে লিখতে হবে।

৫।   অসম্পূর্ণ, ক্রটিপূর্ণ ও নির্ধারিত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গন্য হবে।

৬।   নির্বাচন কমিশন সচিবালয়/প্রকল্প কার্যালয় কতৃক গৃহীত সিদ্ধান্ত অনুসারে হালনাগাদ কাজের জন্য অর্থ প্রদান করা হবে।    

৭।   আগামী ২১/০১/২০২৫ তারিখ (মঙ্গলবার) বিকাল ০৫.০০ ঘটিকার মধ্যে সরাসরি, ডাকযোগ, কুরিয়ারযোগ নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছাতে হবে।

৮।   একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।     

৯।   প্রার্থীদের পরীক্ষার নিমিত্তে যাতায়াতের জন্য কোন প্রকার ভাতা দেয়া হবে না।

১০।   প্যানেল প্রস্তুতের পর মেধাক্রমানুসারে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদেরকে কুষ্টিয়া জেলার যে কোনো উপজেলায় কাজ করতে হবে।

১১।   কোন কারণ দর্শানো ব্যতিরেকেই এ প্যানেল/নিয়োগ বাতিল/পরিবর্তন/সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১২। প্রাপ্ত আবেদনপত্রসমূহ যাচাই-বাছাইয়ের পর উপযুক্ত আবেদনকারীদেরকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠানের তারিখ, স্থান ও সময় ই-মেইল/মোবাইলে এসএমএস বা সরাসরি ফোন কলের মাধ্যমে অবহিত করা হবে। এজন্য কোন প্রার্থীর নামে পৃথক ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না।

ডাউনলোড
প্রকাশের তারিখ
14/01/2025
আর্কাইভ তারিখ
11/04/2025