বিজ্ঞপ্তি
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষ্যে সিনিয়র জেলা নির্বাচন অফিস, কুষ্টিয়ার ১৪ জানুয়ারি ২০২৫ তারিখের ১৭.০৫.৫০০০.০০০.৩২.০০১.২৫-২০ নং বিজ্ঞপ্তির আলোকে টেকনিক্যাল এক্সপার্ট বা সাপোর্ট, প্রুফ রিডার, টিম লিডার, ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি হেলপার পদের সংযুক্ত তালিকার আবেদনকারীদের জানানো যাচ্ছে যে, আগামী ২৫/০১/২০২৫ তারিখে নিম্নবর্নিত সময়সূচি অনুযায়ী লিখিত/এমসিকিউ, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীগণকে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
ক্র:নং |
পদের নাম |
পরীক্ষা অনুষ্ঠানের তারিখ |
পরীক্ষা শুরু |
পরীক্ষার ভেন্যু |
1 |
টেকনিক্যাল সাপোর্ট |
২৫/০১/২০২৫
|
সকাল: ৯.০০ ঘটিকা
|
১। সিনিয়র জেলা নির্বাচন অফিস, কুষ্টিয়া ২। কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া |
2 |
টিম লিডার |
|||
3 |
ডাটা এন্ট্রি অপারেটর |
|||
4 |
প্রুফ রিডার |
|||
5 |
ডাটা এন্ট্রি হেলপার |
বি:দ্র: নির্ধারিত সময়ের পর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস