কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার নির্বাচনযোগ্য দৌলতপুর, আদাবাড়িয়া, আড়িয়া, বোয়ালিয়া, চিলমারী, হোগলবাড়ীয়া, খলিশাকুন্ডি, মরিচা, মথুরাপুর, পিয়ারপুর, ফিলিপনগর, রামকৃষ্ণপুর, রিফাইতপুর ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসনের সদস্য নির্বাচনের উদ্দেশ্যে নিম্নেবর্ণিত সময়সূচি ঘোষণা করিতেছিঃ
(ক) |
রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ |
: |
০২ নভেম্বর ২০২১ (মঙ্গলবার) |
(খ) |
রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ |
: |
০৪ নভেম্বর ২০২১ (বৃহস্পতিবার) |
(গ) |
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ |
: |
১১ নভেম্বর ২০২১ (বৃহস্পতিবার) |
(ঘ) |
ভোটগ্রহণের তারিখ |
: |
২৮ নভেম্বর ২০২১ (রবিবার) |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস