সিনিয়র জেলা নির্বাচন অফিস
ও
জেলা সার্ভার ষ্টেশন, কুষ্টিয়া
অত্র পাতায় সিনিয়র জেলা নির্বাচন অফিসারের, কুষ্টিয়া ও জেলা সার্ভার ষ্টেশনের সাংগঠনিক কাঠামোর একটি চার্ট প্রদান করা হয়েছে। এ কার্যালয়ে ০১ জন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ০১ জন, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ০১ জন(বর্তমানে পদশূণ্য), ষ্টোর কিপার ০১ জন, উচ্চমান সহকারী ০১ জন, হিসাব সহকারী ০১ জন(বর্তমানে পদশূণ্য), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ০২ জন, ড্রাইভার ০১ জন, অফিস সহায়ক ০২ জন, নিরাপত্তা প্রহরী ০১ জন, পরিচ্ছন্নতাকর্মী ০১ জন ও অফিস সহায়ক (আউট সোর্সিং) ০১ কর্মরত আছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস